সম্প্রতি চীনে ফ্রিজে রাখা চিকেন উইংসে পাওয়া গেছে ক’রোনা ভা’ইরাস। আর তা থেকে ছড়িয়েছে নতুন আতঙ্ক। তবে কি খাবার থেকেও ভা’ইরাস ছড়িয়ে পরে?আ’তঙ্ক কাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে যে, খাবার বা খাবারের প্যাকেজিং থেকে ক’রোনা ছড়ায় না।
এরকম কোনও উদাহরণ নেই। তাই অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। চীনে ওই চিকেন উইংসে ক’রোনা ভা’ইরাস মেলায় সঙ্গে সঙ্গে ওই প্রোডাক্টের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে করোনা টেস্ট করা হয়েছে।
প্রত্যেকেরই রিপোর্ট নে’গেটিভ এসেছে।তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মিশেল রায়ান বলেন, অতিমারীতে ইতিমধ্যেই মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে আছে। আর নতুন করে আতঙ্ক ছড়ানোর দরকার নেই।চীনে খাবারের প্যাকেটে ক’রোনা ভা’ইরাস আছে কিনা, তা পরীক্ষা করে দেখা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কো’ভিড টেকনিক্যাল হেড মারিয়া ভান কেরখোভে বলেন, এ’রকম হাজার হাজার প্যাকেট পরীক্ষা করে দেখা হয়েছে। ১০ টিরও কম ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে।
তাই খাবার, খাবারের প্যাকেট, ডেলিভারি করা খাবার থেকে ক’রোনা ছড়ায় না বলেই আশ্বস্ত করেছেন তিনি।তিনি আরও জানান, এখনও পর্যন্ত এরকম কোনও উদাহরণ নেই যে খাবারে ভা’ইরাস থাকলে, সেখান থেকে কেউ আক্রান্ত হয়েছেন।
যে কোনও জিনিস রান্না করলে অন্যান্য ভা’ইরাসের মত ক’রোনা ভা’ইরাসও মরে যায়।খাবার ডেলিভারি দেওয়ার সংক্রমণ ছড়িয়েছে, এমন উদাহরণও প্রায় নেই বললেই চলে।
সম্প্রতি, ব্রাজিল থেকে ফ্রোজেন চিকেন উইংস আ’মদানি করেছিল দক্ষিণ চীনের শহর শেনজেন। সেগুলি পরীক্ষা করে রিপোর্টে ক’রোনা পজিটিভ এসেছে, বৃহস্পতিবার একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে চীন।