বি’শেষ শ’র্তে জা’মিন পেয়ে এখন গুলশানে নিজ বাসভবনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খা’লেদা জি’য়া।তিনি আগে থেকে নানা শা’রীরিক সমস্যায় ভূগছেন, এর মধ্যে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেগম জিয়া ক’রোনা ভাই’রাসে আ’ক্রান্ত।
বৃ’হস্পতিবার (৪ জুন) গ’ভীর রাতে এ খবর ছড়ায় ফেসবুকে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিছু না জা’নানোয় সত্যের সন্ধানে শুরু হয় বিডি২৪লাইভের অ’নুসন্ধান।অ’নুসন্ধানে দেখা যায়, একটি নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল থেকে বেগম জিয়া ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন বলে গুজব ছড়ানো হয়েছে।
না’মসর্বস্ব পো’র্টালটি উল্লেখ করে ঈদের পর মির্জা ফখরুল বা আবদুল আউয়াল মিন্টুর মাধ্যমে খালেদা জিয়া ক’রোনায় সংক্রমিত হয়েছেন।ফেসবুকে অনেক মানুষ না জেনেই এই গুজবটি শেয়ার করেছেন।
বা’স্তবে খা’লেদা জিয়া নানা শা’রীরিক জটিলতায় ভূগলেও ক’রোনায় আ’ক্রান্ত হন নি, তিনি সুস্থ আছেন।