খুলছে স’ব শিক্ষাপ্রতিষ্ঠান যা ব’ললেন স’চিব।
সা’মাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়ল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাচ্ছে। তবে শিগরিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এমন খবরকে গুজব বলে জানিয়েছেন শিক্ষাম’ন্ত্রণালয়ের স’চিব মো. মাহবুব হোসেন। শনিবার (৯ মে) সন্ধ্যায় তিনি বলেন, ‘৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের পরিস্থিতির ও’পর বিবেচনা করে প্রতিষ্ঠান খোলার বি’ষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
’তি’নি ব’লেন, ‘আমরা শি’শুদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি ভাবছি। দেশের অফিস-আ’দালত বন্ধের আগে প্রথমেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। ক’রোনার শি’শুদের নিয়ে ঝুঁ’কি নেয়ার কোনো সুযোগ নেই। ১৮ মার্চ থেকে কয়েক দফার ছুটি বাড়ানো হয়েছে।
চ’লমান ছুটি ৩০ মে পর্যন্ত চলবে।প্রতিষ্ঠান খোলার বি’ষয়ে এখনই আমরা আর কোনো চিন্তাভাবনা করছি না। অন্তত ২৫ তারিখের পর এটা নিয়ে চিন্তা করব। ছুটি শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান খোলার কোনো চিন্তাভাবনা নেই।’
তি’নি বলেন, ‘ক’রোনা পরিস্থিতির ও’পর বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। যদি কেউ বলে থাকে প্রতিষ্ঠান দ্রুতই খোলা হবে তাহলে তা সম্পূর্ণ গুজব। ৩০ মে পর্যন্ত ছুটি চলবে, এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।’