বি’শ্বজুড়ে ক’রোনাভা’ইরাসেের কারণে উদ্ভূত পরিস্থিতিতে চলতি বছর হজের দুয়ার খুলতে যাচ্ছে।
ম’হামা’রী আ’কারে ছড়িয়ে পড়া ক’রোনাভা’ইরাসেের সং’ক্র’মণের বিস্তার রোধে দেয়া বিধিনিষেধ শিথিল করে দুই মাসেরও বেশি সময় পর সৌদি আরবের মসজিদগুলো খুলে দেয়া হয়েছে।
রোববার থে’কে দেশটিতে প’বিত্র কা’বা শরীফ ও মসজিদুন নববীসহ সব মসজিদের দ্বার নামাজ পড়ুয়াদের জন্য ফের উন্মুক্ত করে দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর ম’ধ্য দিয়ে আস’ন্ন হজ পালনের দ্বার খুলতে যাচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের হজ সংশ্লিষ্টরা।দুই মাসের বেশি সময় পর রোববার তা আবার সীমিত আকারে খুলে দিয়েছে বলে জেনেছি। আমরাও আসন্ন হজের জন্য নিবন্ধনসহ সব ধরণের প্রস্তুতি নিয়ে বসে আছি।
তিনি বলেন, এ ব’ছর বাংলাদেশসহ বর্হিবিশ্বের হজযাত্রীরা হজ পালন করতে পারবে কিনা তা নির্ভর করছে ক’রোনা পরিস্থিতির ও’পর। সব বি’ষয় বিবেচনা করে সে সিদ্ধান্ত নেবে সৌদি স’রকার।ইতালিতে শু’রু হয়েছে অ’ভিবাসীদের বৈধতার আবেদনইতালিতে শুরু হয়েছে অ’বৈধ অ’ভিবাসীদের বৈধতার আবেদন।
সোমবার (১ জুন) স’কাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।দীর্ঘ ৮ বছর পর ইতালিতে বৈধতা পাচ্ছেন পাঁচ লাখ অ’বৈধ অ’ভিবাসী।
এ উ’দ্যোগে করো’নায় বিপর্যস্ত দেশটিতে বসবাসরত অ’বৈধ অ’ভিবাসীদের মুখে হাসি ফুটলেও অনিশ্চিত অনেকের বৈধ হওয়ার প্রক্রিয়া।সমাবেশ থেকে প্রতিবাদ আ’ন্দোলন অব্যাহত রাখতে সামাজিক ব্যক্তিত্ব কে এম লোকমান হোসেনকে আহ্বাবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
প্রতিবাদ স’মাবেশে কমিউনিটি নেতৃবৃন্দরা অ’বৈধভাবে বসবাসকারীদের বিনা শর্তে বৈধতা দিতে ইতালি সরকারের প্রতি আহবান জানান। যেভাবে ২০০৯ ও ২০১২ সালে সকলের জন্য শর্তহীন বৈধতা দেয়া হয়েছিলো।