খু’লে দেয়া হচ্ছে আল-আ’কসা ম’সজিদ।
মু’সলমানদের তৃ’তীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ঈদ-উল-ফিতরের ছুটি শেষে খুলে দেয়া হবে। জেরুসালেমের মসজিদ কতৃপক্ষ বি’ষয়টি নিশ্চিত করেছে। ক’রোনা ভাই’রাসের সং’ক্র’মণ ঠে’কাতে প্রায় দুই মাস আগে এটি বন্ধ করে দেয়া হয়েছিল।
ম’সজিদের কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে জানিয়েছেন, ঈদ-উল ফিতরের ছুটি শেষে মসজিদুল আকসা খুলে দেয়া হবে। সং’ক্র’মণের হার কিছুটা কমে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
ম’সজিদের বহিরাঙ্গনে নামাজের অনুমোদন দেয়া হলেও, ভেতরে প্রবেশের অনুমোদন দেয়া হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।
ই’সলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ মার্চে প্রথম দিকে ক’রোনা ম’হামা’রীর কারণে প্রথমবারের মতো বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল।
Facebook Comments