গরু ব্যব’সায়ীদের কুপিয়ে-পিটিয়ে সাড়ে ১৫ লাখ টাকা ডাকাতি
ঢাকার আ’শুলিয়ায় গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরতে থাকা দুই ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে সাড়ে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ ছাড়া গরু ব্যবসায়ীদের বহনকারী প্রাইভে’টকারের চালককে বেধরক পিটিয়ে আহত করেছে। গতকাল বুধবার রাতে আশুলিয়ার খেঁজুরবাগানের গরুর হাট থেকে ফেরার পথে
নিকটস্থ টঙ্গা’বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যবসায়ীরা হলেন ধামরাই উপজেলার বাথুলি এলাকার মো. শওকত হোসেনের ছেলে হাজি আমজাদ হোসেন ও একই এলাকার আবদুল লতিফ হোসেনের ছেলে মো. আবু সাইদ।আহত হাজি আমজাদ হোসেন বলেন, ‘গতকাল রাতে আশুলিয়ার খেঁজু’রবাগান এলাকার গরুর
হাট থেকে গরু বি’ক্রির প্রায় ১৬ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারে করে ধামরাইয়ে নিজ বাড়িতে ফিরছিলাম। মহাসড়কে যানজটের কারণে টঙ্গা’বাড়ী শাখা সড়ক দিয়ে রওনা হয়েছিলাম। এর মধ্যে কিছুদূর যেতেই বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করা দেখে গাড়ি থামিয়ে দেন চালক। এ সময় রাস্তার দুই পাশে সাত থেকে আটজন ডাকাত সদস্য কাছে এসে গাড়ির কাঁচ ভেঙে ফেলে। পরে আমার সঙ্গে থাকা
গরু ব্যবসায়ী আবু সাইদের বাঁ হাতে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে সাত লাখ ৩০ হাজার ও আমাকে রড দিয়ে পিটিয়ে আট লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে সাভারের সীমা জেনারেল হাসপাতালে আমাদের চিকিৎসা সেবা দেওয়া হয়।’হাজি আমজাদ হোসেন আরো
বলেন, ‘এ ব্যাপারে থানায় খবর দেওয়া হয়েছে। আগামীকাল অভিযোগ দায়ের করা হবে।’আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দিপু জানান, টাকা উদ্ধারে পুলিশ চে’ষ্টা চালিয়ে যাচ্ছে।