গা’জীপুরে ঈদে ১০ দিন ছুটির দাবিতে শ্রমিক বিক্ষোভ
তাছাড়া শ্রমিক’দের ইটপাটকেলে অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে ট’ঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক জানান।তিনি বলেন, সরকার ঘোষিত ১৫ দিনের বেতন ও ঈদ উপলক্ষে তিন দিনের ছুটি না মেনে ভিয়েলা টেক্স নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ দেখান।শনিবার সকালে টঙ্গীর গাজীপুরা
এলাকায় ঢাকা-ময়মন’সিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে হয়।শ্রমিকরা জুলাই’য়ের পুরো বেতন ও ১০ দিনে ঈদের ছুটি দাবি করেছেন বলে জানিয়েছেন ওসি মো. এমদাদুল হক।তিনি বলেন, বিক্ষো’ভের সময় মহাসড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে চাইলে তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে।পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পু’লিশ। প্রায় আধা ঘণ্টার
চেষ্টায় পরি’স্থিতি নিয়ন্ত্রণে এলে আবার যান চলাচল শুরু হয়।”এ সময় শ্রমিকদের ইটের আঘাতে শিল্প পুলিশের এএসপি এস আলম ও পরিদর্শক রেজ্জাকুল হায়দারসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অ’তিরিক্ত সুপার মো. জালাল উদ্দিন
আহমেদ জানান।তিনি বলেন, শ্রমিকদের ইটপা’টকেল নিক্ষেপের কারণে শিল্পা’ঞ্চল এস আলম নাকে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। আর রেজ্জা’কুলসহ কয়েকজন হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও বিজিএমইএ নেতারা বৈঠক করছেন বলে
তিনি জানান।কারখানাটির মানব স’ম্পদ বিভাগের প্রধান আবু হেনা মোস্তফা কামাল বলেন, তারা আট দিনের ঈদের ছুটি ঘোষণা করেছেন। শ্রমিকরা তা না মেনে আন্দোলন শু’রু করেন।