এজি লাভলু, স্টাপ রিপোর্টার
আজ ১লা সেপ্টেম্বর২০২০ খ্রি: পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে হরিদাসপুর রেল গেট সংলগ্ন এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে “পরিবেশ বিপর্যয় রোধে আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নূর আলী মোল্লা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম আই ইউনুস।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ জলবায়ু ঝুঁকিতে অন্যতম রাষ্ট্র। আমরা দেশের সচেতন নাগরিক হয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে নিজেদের অধিকার আদায়ের জন্য সবুজ আন্দোলন গড়ে তুলেছি। আমাদের সংগঠনের একমাত্র উদ্দেশ্যক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে শিল্পোন্নত দায়ী রাষ্ট্রের কাছ থেকে জলবায়ু তহবিল আদায় করা।
জেলা সমন্বয়কারী নাঈম খান এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় সদস্য মোঃ সাব্বির হোসেন, জেলা সদস্য সালমা ইসলাম মিতু প্রমূখ।