রা’জশাহীর বাগমা’রা উপজে’লার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের কাচারীকোয়ালীপাড়া ঘটনা প্রকাশ হবার পর স্থানীয় লোকজন আ’ত্ন’গো’পন করা অবস্থায় ধ’র্ষক মজিবুর রহমানকে (৪৬)পু’লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে আজ বুধবার দুপুরের পরে এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়।এক পর্যায়ে ওই শি’শুকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধ’র্ষণ করে।
এ সম’য় ওই শি’শু প্রতিবেশিরা শি’শুটিকে উ’দ্ধার করে এলাকার গ্রাম পু’লিশদের কাছে নিয়ে যান। থা’নায় মুঠোফোনে খবর দেওয়া হলে পু’লিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে ভ্যানচালককে খুঁজতে থাকেন। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে বাড়ির আরেকটি কক্ষের খাটের নিচ থেকে আ’ত্ন’গো’পন করা অবস্থায় ধরে পু’লিশের হাতে তুলে দেয় তারা।
স্থা’নীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ঘটনাটি অমানবিক ও পৈ’শাচিক। জনতা তাকে ধরে পু’লিশে দিয়েছেন। শি’শুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে বাগমা’রা থা’নার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ধ’র্ষণের ঘটনায় শি’শুকে উ’দ্ধার করে তার চিকিৎসার ব্যবসা করা হচ্ছে। অ’ভিযু’ক্ত কে গ্রে’ফতার করা হয়েছে।