গা’জীপুরের ট’ঙ্গী মধুমিতা রেলগেট এলাকায় ময়লার স্তূপ থেকে গত শনিবার সাত বছরের এক মেয়ে শি’শুর ম’রদেহ উ’দ্ধার করেছে পুলিশ। ঘটনার দুইদিন পর এ হ’ত্যাকা’ণ্ডের র’হস্য উদঘাটন করেছে র্যা’ব।গত শনিবার মহানগরীর টঙ্গী পূর্ব থানার মধুমিতা রেল গেট এলাকার একটি ময়লার স্তূপ থেকে বেলতলা এলাকার ভাড়াটিয়া মো. মামুন মিয়ার মেয়ে মাদরাসা ছাত্রী চাদনীর ম’রদেহ উ’দ্ধার করে পুলিশ।
চা’দনী স্থানীয় একটি মাদরাসায় প্রথম শ্রেণিতে লেখাপড়া করত। ঘটনার আগের দিন বিকেল ৩টার দিকে চাদনী তার বাসা থেকে ১০০ গজ দূরে রেল লাইনের পাশে খেলার মাঠে খেলা করতে যায়। পরবর্তীতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং রাতে স্থানীয় মসজিদের মাইকে তার নি’খোঁজের ঘোষণা দেয়া হয়।
খোঁ’জাখুঁজির এ’কপর্যায়ে পরের দিন সকাল ১০টায় টঙ্গী পূর্ব থানার মধুমিতা রেলগেট এলাকায় সজীবের ইটের স্তূপের পাশে থেকে চাদনীর ম’রদেহ পাওয়া যায়। ম’রদেহের গ’লায় ও দুই পায়ে আ’ঘাতের চিহ্নসহ ধ’র্ষণের আলামত পাওয়া যায়।স্পোর্টস ডেস্ক: খেলোয়াড়ি জীবনের মাঝেই ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা।
যা’কে ডাকা হয় নড়াইলের ‘প্রিন্স অব হার্টস’ বা হৃদয়ের রাজপুত্র’ নামে, তার জন্য নির্বাচনে জয় পাওয়া তেমন বড় ঘটনা ছিল না। সহজেই নড়াইল-২ এর সং’সদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।