চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৭৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে নতুন করে ৮৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৪৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৩১ জনের পজিটিভ আসে।
এ’র মধ্যে চট্টগ্রাম মহানগরে ২৫ জন এবং উপজেলায় ২ জন এবং ভিন্ন জেলায় ৪ জন। উপজেলার গুলো হলো রাংগুনিয়া ১ জন ও সীতাকুন্ডে ১ জন।চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU) তে ৭০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জনের পজিটিভ। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ২ জন, ফেনী জেলায় ২ জন, নোয়াখালী জেলায় ১ জন, লক্ষীপুর জেলায় ১৫ জন।
চ’ট্টগ্রামের যে ২ জন পজিটিভ তাদের মধ্যে পুলিশ লাইনে ১ জন, ফিল্ড হাসপাতালে ১ জন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে চট্টগ্রামে ৫২ জনের পজিটিভ আসে। এরমধ্যে নগরে ৪৮ জনের মধ্যে ৪৭ জন নতুন, একজন পুরাতন। বাকি ৪ জন উপজেলার। উপজেলার গুলো হাটহাজারী ১ জন, পটিয়া ২ জন, সদ্বীপ ১ জন।
মহানগরীর যেসব এলাকায় শনাক্ত হয়েছে সেই এলাকা গুলো হলো- ব্যাটারী গলি ১ জন, বন্দর ৩ জন, আকবর শাহ ১ জন, দক্ষিন বাকলিয়া ১ জন, বউ বাজার ১ জন, কোতোয়ালী ৫ জন, হালিশহর ২ জন, অক্সিজেন ১ জন, নিমতলা ২ জন, পাথরঘাটা ২ জন আলফালাহ গলি ১ জন, খাতনগঞ্জ ১ জন, ডবলমুরিং ৭ জন, ফকিরহাট (বন্দর) ১ জন, আগ্রাবাদ ২ জন, পাঁচলাইশ ২ জন, বদরপট্টি ১ জন, পাহাড়তলি ১ জন, সাগরিকা ২ জন, দেওয়ান হাট ৬ জন, পতেঙ্গা ১ জন, বায়েজিদ ১ জন, ইপিজেড ১ জন, বাকলিয়া ১ জন এবং অন্য উপজেলায় ২ জন।
ক’ক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের পজিটিভ আসে। এরমধ্যে লোহাগাড়া উপজেলায় ৪ জন, সাতকানিয়া ১ জন।এদিকে বিআইটিআইডিতে করোনার নমুলা পরীক্ষায় নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিক্ষা উপমন্ত্রীর মা হাসিনা মহিউদ্দিন ও বাসার কাজের মেয়েসহ তিন জনের পজিটিভ এসেছে।