ডা’কা হয়েছিলো চাকরির ইন্টারভিউয়ের জন্য।একপর্যায়ে কোমল পানীয় পান করিয়ে করা হয় অজ্ঞান। পরে কয়েক বন্ধু মিলে চা’লায় অ,মা’নসিক নি’র্যাতন।
ই’ন্টারভিউয়ের ফাঁকেই তাকে এক গ্লাস কোমল পানীয় অফার করা হয়। বেশ ক্লান্ত ও ঘর্মাক্ত অবস্থায় মেয়েটি যখন গ্লাসে চুমুক দেয় এর পরেই চোখ জুড়ে নেমে আসে ঘোর অন্ধকার।মানুসিক য,ন্ত্রনা নিয়ে কি করবে মেয়েটি তখনও বুঝতে পারে না।
অ’বশেষে একটি সিদ্ধান্তে উপনীত হয়। আর যাই হোক ছাড় দেবে না একজনকেও।বন্ধু আর পুলিশের একটি ইউনিটকে নিয়ে যায় সেই বাসায়। আ’টকও করা হয় একজনকে। প্রাথমিক জিজ্ঞাসায় সবকিছুই স্বীকার করেছে সে। বাকিদের ধরতে অ’ভিযান চালাচ্ছে পুলিশ।
ম’ঙ্গলবার ঘটনা ঘটলেও বোধ ফিরে তার একদিন পর। মানুসিক য,ন্ত্রনা নিয়ে কি করবে মেয়েটি তখনও বুঝতে পারে না। অবশেষে একটি সিদ্ধান্তে উপনীত হয়। আর যাই হোক ছাড় দেবে না একজনকেও।