চীনের প্রে’সিডেন্ট শি জিনপিং তার সে’নাবাহিনীকে বলেছেন যু’দ্ধের জন্য প্রস্তুত থাকতে। চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভা’রতও প্রস্তুত।দেখে নেওয়া যাক সাম’রিক শক্তিতে চীন আর ভা’রতের বর্তমান অবস্থা। কী’ বলছে পিডব্লিউআর র্যাঙ্কিং। সাম’রিকশক্তির এই র্যাঙ্কিংয়ে ভা’রতের চেয়ে এক ধাপ এগিয়ে আছে চীন।
যু’ক্তরাষ্ট্র আর রা’শিয়ার ঠিক পরে,অর্থাৎ তিন নম্বরে আছে চীন আর ভা’রত আছে চার নম্বরে? সক্রিয় সে’নাসদস্য :১৩৮টি দেশের মধ্যে পিডব্লিউআর ইনডেক্সে তৃতীয় স্থানে থাকা চীনের মোট২১ লাখ ২৩ হাজার সে’নাসদস্য রয়েছে, ভা’রতের রয়েছে ১৪ লাখ ৪৪ হাজার সে’নাসদস্য?তবে রিজার্ভ সৈন্যর সংখ্যায় ভা’রত এগিয়ে।
চীনের পাঁচ লা’খ ১০ হাজারের বিপরীতে তাদের রয়েছে ২১ লাখ রিজার্ভ সৈন্য।প্রতিরক্ষা বাজেট : প্রতিরক্ষা খাতে চীনের বাজেট ২৩৭০ কোটি ডলারের এবং ভা’রতের ৬১০ কোটি ডলারের।আর ভা’রতের ৭২২টি।
ট্যাঙ্ক : ট্যা’ঙ্কের হিসেবে চীনের চেয়ে ভা’রতের সংখ্যা বেশ বেশি। চীনের আছে ৩৫০০টি ট্যাঙ্কআর ভা’রতের ৪২৯২টি? সাঁজোয়া যান : চীনের সাঁজোয়া যানবাহনের সংখ্যা ৩৩ হাজার, ভা’রতের আট হাজার ৬৮৬? স্বয়ংক্রিয় আর্টিলারি :এখানে দু’দেশের তুলনাই হয় না।
চী’নের আ’ছে ৩৮০০, ভা’রতের মাত্র ২৩৫। রকেট প্রজেক্টর : চীনের ২৬৫০, ভা’রতের ২৬৬? সাবমেরিন : সাবমেরিনের সংখ্যার দিক থেকেও ভা’রত অনেক পিছিয়ে? চীনের ৭৪টির বিপরীতে ভা’রতের আছে ১৬টি সাবমেরিন?
বি’মানবাহী জাহাজ : চীনের ২টি, ভা’রতের ১টি। রণতরি : রণতরি চীনের ৫০টি, ভা’রতের ১৯টি।