ক’ণ্ঠশিল্পী মা’ইনুল আহসান নোবেল তার পরবর্তী ‘তামাশা’ গানের প্র’চারের জন্য নানা বিতর্কের জন্ম দিয়েছেন এমনটাই দাবি তার।
ক’য়েকদিন আগে জা’না যায়, গানটির ভিডিওতে মডেল হয়েছেন ‘নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। এরই মধ্যে শুটিংয়ের কাজ শেষ করেছেন তারা।
এ’বার গা’নের ভিডিওর একটি চুম্বন দৃশ্য প্রকাশ করলেন নোবেল।৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে স্ত্রীকে চুম্বন করতে দেখা যায়।
ক্যা’পশনে লি’খেছেন—খুব শিগগির তামাশার ট্রেইলার আসছে।‘তামাশা’ গানটির কথা ও সুর করেছেন জিহান। সংগীত করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরীর।
ভি’ডিওটি নির্মাণ করছেন নাজমুল হাসান। আগামী ৭ জুন নোবেলের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।