চে’য়ারম্যানের বি’রুদ্ধে স্ট্যাটাস দেয়ায় বাড়িতে নিয়ে হাত-পা বেঁ’ধে নি’র্যাতন।
ই’উনিয়ন প’রিষদের চেয়ারম্যানের বি’রুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটচাস দেয়ায় এক যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁ’ধে নি’র্যাতনের অভিযোগ উঠেছে। আ’হত যুবকের নাম নুরুজ্জামান (২৫)।শনিবার (১৬ মে) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজে’লার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানীতে এ ঘটনা ঘটে। আ’হত যুবককে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ’ই ঘটনায় আজ রোববার নুরুজ্জামানের চাচা আবুল কাশেম হাতীবান্ধা থানায় ৫ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দা’য়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, জাওরানী এলাকার নবী হোসেনের ছেলে নুরুজ্জামান ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিনের বি’রুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন বলে অভিযোগ তোলেন চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর হোসেন।
শ’নিবার দুপুরে চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর হোসেন, ভাই মনজুর ও গ্রাম পুলিশ শামীম জাওরানী বাজার থেকে নুরুজ্জামানকে তুলে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যান। এরপর একটি রুমে আ’টকে তার হাত-পা বেঁ’ধে নি’র্যাতন করেন। পরে মা’দক দিয়ে তাকে ফাঁ’সানোর চেষ্টা করেন।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন।
তি’নি বলেন, ওই যুবককে গ্রাম পুলিশ ইয়াবাসহ আ’টক করেছে। তাকে নি’র্যাতন করা হয়নি।এ বি’ষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আ’হত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বি’ষয়টি ত’দন্ত করে দেখা হচ্ছে। ত’দন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।