জলছবি মাইম থিয়েটারের পরিবেশনায় নাটক ‘ সোনার হরিণ’ মঞ্চস্থ
নিজস্ব প্রতিনিধিঃ ফয়সাল একজন মেধাবী ছাত্র। পড়াশোনা শেষ করে একটার পর একটা চাকরীর পরীক্ষা দিয়েও হচ্ছে না চাকরী। চাকরী যেন সোনার হরিণ। ব্যর্থতায় হতাশ হলে ফয়সাল এক দালালের খপ্পরে পড়ে। টাকার বিনিময়ে চাকরী দেওয়ার কথা বলে দালাল তার কাছ থেকে হাতিয়ে নেয় পাঁচ লাখ টাকা। এক পযার্য়ে ফয়সাল দালাল থেকে প্রতারিত হলে বেঁছে নেয় আত্মহত্যার পথ। এমনই এক ঘটনা নিয়ে ১ম বারের মতো মঞ্চস্থ হলো নাটক ‘সোনার হরিণ’।
জলছবি মাইম থিয়েটারের পরিবেশনায় কিশোরগঞ্জ যশোদলের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ও হাসপাতাল সংলগ্ন মাঠে এ নাটক মঞ্চস্থ হয়। নাটক চলাকালীন দর্শক কখনো হেসেছেন আবার কখনো আবেগপ্রবণ হয়ে মুগ্ধতায় ভেসেছেন, যা ছিলো চোখে পড়ার মতো। নাটক রচনা ও পরিচালনা করেন জলছবি মাইম থিয়েটারের প্রতিষ্ঠাতা রিফাত ইসলাম।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিফাত ইসলাম, হান্নান, রাসেল ইসলাম, সোহাগ, মো. রবিন, শিশির আহমেদ, রানা আহমেদ ও শাহিন আহমেদ। অনুষ্ঠান আয়োজন করে আলোর দিশারী যুব সংঘ।