জা’তীয় পার্টির মহাস’চিব মশিউর রহমান রাঙ্গার মেয়ের প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ চারজন আ’হত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আ’শঙ্কাজনক।
রোববার (৭ জুন) রা’তে ন’গরীর গুঞ্জন মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সড়ক অ’বরোধ করে বি’ক্ষো’ভ করেছে এলাকাবাসী।
আ’হতরা হলেন- ন’গরীর বৈরাগীপাড়ার নিবারমের ছেলে অটোচালক বিশু, সাতমাথার ফজলে করিমের ছেলে লিমন ও কামাল কাছনার সাহাবুদ্দিনের ছেলে আলাউদ্দিন। একজনের পরিচয় পাওয়া যায়নি।
কো’তোয়ালি থা’নার এ’সআই এরশাদ জানান, রাতে নেভি ব্লু কালারের একটি প্রাইভেটকার চা’লিয়ে যাচ্ছিলেন মশিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসলিম জুঁই। নগরীর গু’ঞ্জন মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হা’রিয়ে একটি অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে অ’টোচালক ও মো’টরসাইকেলের তিন আরোহী গু’রুতর আ’হত হন। পরে স্থানীয়রা তাদের উ’দ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
তিনি আ’রো জা’নান, ঘটনার পর প্রাইভেটকারটি ঘেরাও এবং সড়ক অ’বরোধ করে বি’ক্ষো’ভ শুরু করে এলাকাবাসী। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চা’লিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পু’লিশ।