ক’রোনাভা’ইরাসেের এই সময়ে অন্যান্য ক্রিকেটারের মতো ঘরব’ন্দী তামিম ইকবাল। ঘরব’ন্দী জীবন বলতে স্ত্রী-স’ন্তানদের সময় দেওয়া আর ট্রেডমিলে ঘণ্টাখানেক দৌড়ানো।বাকি সময়ে বসার ঘরের কালো সোফায় গা এলিয়ে ভাবেন, পৃথিবীটা আ’টকে গেল নাকি! মানুষের জীবন এভাবেই থেমে থাকবে! হাসি-আনন্দ থাকবে না! নাহ, এ অবস্থা তো বদলাতে হয়।তামিম ক্রিকেটারদের বলেন ‘এন্টারটেইনার’, যাঁরা খেলায় খেলায় মানুষকে আনন্দ দেন। ক’রোনাকালে সে আনন্দটা ব্যাট হাতে দেওয়া যাচ্ছে না বলে তিনি হাঁটলেন অন্য পথে।
আ’র সে প’থে একটু এগিয়েই তামিম হয়ে গেলেন সামাজিক যোগাযোগমাধ্যমের ‘সেলিব্রেটি’ উপস্থাপক।হ্যাঁ, তামিম ইকবাল এমনিতেই ‘সেলিব্রেটি’! কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম এখন সাংবাদিকদেরও সাংবাদিক! ক’রোনাকালে ভক্তদের আনন্দ দিতে লাইভ শো’তে একের পর এক চমক দেখিয়ে অতিথি করে আনছেন দেশ বিদেশের বাঘা বাঘা ক্রিকেটারদের।আর তামিমের এমন উদ্যোগে খোদ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও প্রশংসা করেছেন।ক’রোনার কারণে অ’সহায় এবং দুঃস্থ ক্রীড়াবিদদের মাঝে সহযোগিতার চেক তুলে দেয়ার জন্য বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
সে’খানেই তি’নি, তামিমের প্রসঙ্গে কথা বলেন।তিনি বলেন, “খুবই প্রশংসনীয় ব্যাপার। খুব ভালো করছে তামিম। সবাই উপভোগও করছে এবং এটার মানও অনেক উপরে। আমরা সবাই প্রশংসা করছি। এটা খুবই ভালো।”এ সময়ে সাকিব খেল্যায় ফিরলেও ওয়ানডে দলের অধিনায়ক থাকবেন তামিম এটি নিশ্চিত করেন।এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (ইনস্টাগ্রাম), মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ (বিশেষ অতিথি নাসির হোসেন), খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় ও হাবিবুল বাশার সুমন, ফা, লিটন দাস, মুমিনুল হক ও সৌম্য স’রকার (বিশেষ অতিথি তাইজুল ইসলাম)।
স’র্বশেষ (১৯ মে) তামিমের আড্ডায় এসেছিলেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাহমুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান ( বিশেষ অতিথি ওয়াসিম আকরাম)।