জী’বনে সফল হতে ‘বিল গেটস’ এর সাত উপদেশ।
বি’শ্বের সবার নিকট খুব পরিচিত একটি নাম বিল গেটস। এক নামেই সবাই তাকে চেনে কেন জানেন কি? কারণ ফোর্বসের রিপোর্ট অনুযায়ী তিনি টানা ১৩ বার পৃথিবীর সেরা ধনী ব্যক্তির খেতাবটি পেয়েছিলেন। শুধু তাই নয় এখনো তিনি তার অবস্থান ধরে রেখেছেন।ঝুঁ’কি নেয়ার জন্য প্রস্তুত হন
“ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁ’কির সঙ্গে একটি টাকার খেলা” -বিল গেটস।
আপনি জু’য়া খেলার সময় কখনোই নিশ্চিত হতে পারেন না যে, সেটি জিতবেন নাকি হারবেন। অনুরূপভাবে আপনি ব্যবসা শুরু করতে গেলেও লাভ লোকসানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না।সাফল্যের জন্য কখনই দ্রুত পদক্ষেপ নিবেন না
“সাফল্যের একটি মূল উপাদান হল ধৈর্য্য” – বিল গেটস। ধৈর্য্য এমন একটি জিনিস যা অসম্ভবকেও সম্ভব করতে পারে।
ধ’রে নিন কোনো কিছুই সহজে পাবেন না। তাই ধৈর্য্য ধরুন। ধৈর্য্য সহকারে চেষ্টা ও সংগ্রাম করে যান।আপনি যা তার জন্যই গর্বিত হোন
“পৃথিবীর কারো সঙ্গেই নিজেকে তুলনা করবেন না, যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজেকে অ’পমান করছেন” – বিল গেটস। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অন্যদের মত সফল, সম্পদশালী এবং বুদ্ধিমান না।
জে’নে রাখু’ন, ইচ্ছা করলেই আপনি বিল গেটস হতে পারবেন না। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন। মনে রাখু’ন সবাই একই বৈশিষ্ট্যের নয়। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা নয়।যত দ্রুত সম্ভব নিজেই নিজের বস হোন।
“যদি তুমি নিজের স্বপ্ন গড়তে না পার, তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়তে তোমাকে ভাড়া করবে” – বিল গেটস। বিল গেটস অল্প বয়সেই তার কোম্পানির বস হয়েছিলেন, যা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আপনি যেই ব্যবসাই শুরু করতে চান না কেন, দেরি না করে আজই নেমে পড়ুন। যত দেরি করবেন আপনার মনোবল ততই কমে যাবে।সর্বশেষ কথা হল, উদ্যোক্তাদের পথ সবসময়ই বা’ধা-প্রতিবন্ধকতায় পরিপূর্ণ হয় বিল গেটসও এর ব্যতিক্রম ছিলেন না।
ব্য’বসার শুরুর আগে ব্যবসার বি’ষয়টি নিয়ে প্রচুর স্টাডি করুন। কী করলে আপনার ব্যবসার প্রসার বাড়বে, লক্ষ্যমাত্রার মুনাফা অর্জিত হবে তা খেয়াল করে ব্যবসায়ের সিদ্ধান্তগুলো একে একে নিন।বিগত বছরের ভু’লগুলোর কারণ খুঁজে বের করুন এবং সেগুলো যাতে আর না হয় সে অনুযায়ী পদক্ষেপ নিন। আর হ্যাঁ পরিশ্রম, মূলত এর উপরই আপনার ব্যবসার বর্তমান-ভবি’ষ্যৎ নির্ভর করবে। বিল গেটস বছরের মাত্র দুইদিন পূর্ণ বিশ্রাম নিতেন তাও আবার সারাদিন বই পড়ে কা’টাতেন।