জেলখানায় পুরো কুরআন মুখস্থ করলেন মাদক পাচারকারী।
মা’দক পাচারের অ’ভিযোগে গ্রে’ফতার তুরস্কের এক প্রাক্তন মাদক ব্যবসায়ী কারাগারেই সম্পূর্ণ কুরআন হিফয (মুখস্থ) করেছেন।তার নাম আবদুল কাদের জিলানি। পু’রো কুরআন হিফয করতে তার সময় লেগেছে মাত্র ১৫ মাস।
তুরস্কের কোনিয়া কারাগারে বন্দি আব্দুল কাদের গিলানি নিজেকুরআন মুখস্থ করেই থেমে থাকেন নি। তিনি কারাগারে বন্দি আরও ১৩ জন কয়েদিকে কুরআন হেফজ করার প’দ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দিয়েছন।
যাতে কারাগারেকুরআন হেফজের এ পদ্ধতি চালু থাকে। আবদুল কাদের জিলানি বলেন, ‘আমাকে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পরই আমার মনে হয় যে, এ রা’য়ের মধ্যে আমারজন্য কল্যাণ নিহিত রয়েছে। আমি কখনও চিন্তাও করিনি যে, একদিন আমি পুরো কুরআন মুখস্থ করতে সক্ষম হব।’
‘আদালত যে’দিন আমার অপরাধের রায় ঘোষণা দেয়,তারা আমাকে পবিত্র কুরআন মুখস্থ করতে পুরোপুরি সহযোগিতা করেন। তাদের সহযোগিতা ও আমার ঐকান্তিক ইচ্ছায় পুরো কুরআন মুখস্থ করার স্বপ্ন পূরণ হয়েছে।’ যোগ করেন জিলানি।