গ’ণপরিবহনে স্বা’স্থ্য বিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ঝিনাইদহের সড়কে অভিযান চা’লিয়েছে ট্রাফিক পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকালে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান তারা।এ স’ময় বিভিন্ন রুটে চলাচল করা গাড়ির যাত্রীদের করোনা স’চেতন করা হয়।
পা’শাপাশি অ’তিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস সুপারভাইজারদের সর্তক করা হয়। অভিযানে জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন নেতৃত্ব দেন।