রা’জশাহীর তানোরে ঝড়-বৃষ্টির মাঝে প্রতিবেশীর বাড়িতে ঢুকে গৃহবধূকে ধ’র্ষণ করেছেন হাসান আলী (২৮) নামের এক যুবক। মঙ্গলবার বিকেলের দিকে উপজে’লার তানোর উপজে’লার নড়িয়াল গ্রামে এই ঘটনা ঘটে।বুধবার দুপুরে ওই যুবককে জে’লহাজতে পাঠিয়েছে পুলিশ। ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনার পরপরই তাকে গ্রে’ফতার করা হয়।
গ্রে’ফতার হাসান একই গ্রামের নূরনবীর ছেলে। ওই গৃহবধূর দা’য়ের করা মা’মলায় আজ দুপুরের পর তাকে আ’দালতের মাধ্যমে জে’লহাজতে পাঠানো হয়।তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে মুন্ডুমালা পুলিশ ত’দন্ত কেন্দ্রের সদস্যরা অ’ভিযুক্তকে গ্রে’ফতার করেন। পরে তার বি’রুদ্ধে মা’মলা দা’য়ের করেন ভু’ক্তভোগী।
আ’ইনি প্রক্রিয়া শেষে অ’ভিযুক্তকে আ’দালতের মাধ্যমে জে’লহাজতে পাঠানো হয়। এছাড়া ডাক্তারি পরিক্ষার জন্য ভু’ক্তভোগী ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ওসিসিতে পাঠানো হয়েছে।এদিকে, এলাকাবাসীর অভিযোগ অ’ভিযুক্ত ওই যুবক বিকৃত মা’নসিকতার। প্রায় আট মাস আগে আরেক প্রতিবেশী গৃহবধূকে একই কায়দায় ধ’র্ষণের চেষ্টা করে সে।
ও’ই সময় তার গো’পনাঙ্গ কে’টে দেয়ার চেষ্টা করেন ভু’ক্তভোগী। এর আগেও প্রতিবেশী আরো দুই গৃহবধূর উপর পাষবিকতা চালান হাসান। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শা’স্তি দাবি করেন।