প্রা’ণঘা’তী ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শা’রীরিক অবস্থা টানা তিন দিন ধরে অ’পরিবর্তিত রয়েছে।
শ্বাসক’ষ্ট থাকা’য় টানা তিন দিন ধরে তাকে সবসময় অ’ক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এছাড়া এই তিন দিনই তার ডা’য়ালাইসিস করা হয়েছে।রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব ত’থ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।
তিনি ব’লেন, ‘স্যা’রের অবস্থা এখনও স্থিতিশীল। তিনি এখনও অক্সিজেনে আছেন। এখনও তার শ্বাসক’ষ্ট পুরোপুরি কমেনি। আজকেও তার ডায়ালাইসিস করা হয়েছে। পরপর তিনদিন ডায়ালাইসিস করা হলো। বিশেষ ব্যবস্থায় এই ডায়ালাইসিস করা হয়েছে।’