পা’রমাণবিক অ’স্ত্রধারী দুই চিরবৈরী প্রতিবেশি ভারত এবং চীনের চ’লমান সীমান্ত উত্তেজনায় সমাধানে মধ্যস্থতার প্র’স্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডো’নাল্ড ট্রাম্প।
লা’দাখ সীমান্তে সা’ম্প্রতিক উত্তেজনার পর দুই দেশের সামরিক বাহিনী ও সাম’রিক সরঞ্জামের উপস্থিতি ঘিরে তৈরি হওয়া ক্র’মবর্ধমান সঙ্কটের মাঝে বুধবার এক টু’ইট বা’র্তায় এই ম’ধ্যস্থতার প্রস্তাব দেন তিনি।তবে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে চীন।
সং’বাদসংস্থা পি’টিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, চীন এবং ভারত দুই দেশই তাদের মধ্যেকার সমস্যা সমাধানে স’ক্ষম।জানা গেছে, ৯ মে সীমান্ত এলাকাতে একটি ভারতীয় টহ’লদারী দলের ক’মপক্ষে ১৫ থেকে ২০ জন সেনা স’দস্যের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চীনা সেনারা।
ভারতের ত’রফ থেকে অ’ভিযোগ করা হয় যে, ভারত-চীন সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্র’বেশের চে’ষ্টা করে চীনের সেনাবাহিনী। এর মধ্যেই বুধবার আ’কস্মিকভাবে চীন ও ভারতের সীমান্ত বিরোধে ম’ধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প।টাম্প টুইটে লেখেন, ‘আমরা ভারত ও চীন উভয় দেশকেই জানিয়েছি, যুক্তরাষ্ট্র তাদের এখনকার সীমান্ত বিরোধের মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।
’তবে মা’র্কিন প্রে’সিডেন্টের ওই প্র’স্তাবের বিষয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিয়ে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মু’খপাত্র ঝা’ও লিজিয়ান জানান, সামরিক পরিস্থিতির সমাধানে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চা’য় না দু’দেশ।ঝাও সাংবাদিকদের সামনে বলেন, চীন ও ভারতের মধ্যে আমাদের সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করতে নির্দিষ্ট পদ্ধতি এবং যো’গাযোগের সংস্থান র’য়েছে।
তিনি প’রিষ্কার ভা’বে আরও বলেন, আমরা আলাপ আ’লোচনার মাধ্যমে আমাদের মধ্যে হওয়া সমস্যাগুলোর যথা’যথভাবে স’মাধান করতে সক্ষম। এ বিষয়ে আমাদের তৃ’তীয় পক্ষের হস্তক্ষেপের কোনও দরকার নেই।
এরপর বৃ’হস্পতিবার (২৮ মে) ভারতীয় প’ররাষ্ট্র ম’ন্ত্রণালয়ের ত’রফ থেকেও বি’বৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে, চীনের সঙ্গে তাদের মতবিরোধের মধ্যস্থতায় আ’মেরিকার সাহায্যের কোনও প্রয়োজন নেই। মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, কূটনৈতিক স্তরে দিল্লি ও বেইজিং আলোচনা চালাচ্ছে।
পা’শাপাশি সা’মরিক স্তরে উত্তেজনা কমাতে আলোচনা করছে দুই দেবশের বাহিনী। সী’মান্তে শান্তি ও স্থিতি বজায়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে এই দুই পড়শি দেশ।