ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক চৌধুরী ও পুত্র বারিশ চৌধুরীও একই ভাই’রাসে আ’ক্রান্ত হয়েছেন।
গণস্বাস্থ্য কে’ন্দ্র উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ কিট এবং পিসিআর ল্যাবে পরীক্ষার পর তাদের ক’রোনা আ’ক্রান্ত হওয়ার বি’ষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ক’রোনা আ’ক্রান্ত হওয়ার পর নিজ বাসাতে আইসোলেশনে ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এখন তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে আইসোলেশন বেডে আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মে’ডিকেলে তার জন্য কেবিন প্রস্তুত রাখা হলেও তিনি সেখানে যাননি।
স্ত্রী-পুত্রের ক’রোনায় আ’ক্রান্ত হওয়া প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ কিট ও পিসিআর ল্যাব-দুই টেস্টেই তারা ক’রোনা পজিটিভ।
আমাদের কি’টে প’জিটিভ আসার পর ল্যাব টেস্টে পজিটিভ আসতে বা’ধ্য।`শিরিনের (ডা. জাফরুল্লাহর স্ত্রী) শরীরটা ভালো যাচ্ছে না বলে জানান তিনি। গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে শিরিন হক চৌধুরীকে।
আ’র বাসায় আ’ইসোলেশনে আছেন বারিশ চৌধুরী।ডা. জাফরুল্লাহর সঙ্গে যারা ছিলেন সবাই হোম কোয়ারেনটাইনে আছি। এরই মধ্যে কয়েকজন আ’ক্রান্ত হয়েছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর এ’ক ছেলে এবং এক মেয়ের জনক। মে’য়ে থাকেন ইংল্যান্ডে। একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে ধানমন্ডির সাত মসজিদ রোডের বাসায় থাকেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।