ডি’জিটাল নিরাপত্তা আ’ইন বাতিলের দাবি ছা’ত্র ইউনিয়নের।
ডি’জিটাল নিরাপত্তা আইন বাতিল ও এ আইনে গ্রে’ফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেয়াসহ ৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নগণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ দাবি জানায় সংগঠনটি।এর মধ্যে রয়েছে আইনটি বাতিল ও অবিলম্বে গ্রে’ফতারকৃতদের মুক্তি ছাড়াও নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফেরত দিতে হবে এবং সব হ’য়রানি ও নি’পীড়নমূলক মা’মলা প্রত্যাহার করে নিতে হবে।
অ’ন্যথায় স’রকার কেবল তার খা’রাপ পরিণতিকেই আরো ত্বরান্বিত করবে বলে উল্লেখ করা হয়।। ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক ফয়জুর মেহেদী স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- দেশে ক’রোনাভা’ইরাসেের প্র’কোপ শুরুর পর থেকে স’রকারের নজিরবিহীন ব্য’র্থতার চিত্র জনগণকে বিক্ষু’ব্ধ করেছে।
স’ময় ম’তো লকডাউন দেয়া, নাগরিকদের জন্য পর্যাপ্ত সংখ্যক টেস্টিং নিশ্চিত করা, আ’ক্রান্তদের চিকিৎসার বন্দোবস্ত করা, অর্থনৈতিকভাবে ক্ষ’তিগ্রস্ত জনগণকে পর্যাপ্ত ত্রাণসহায়তা দেয়া, যে ত্রাণ সরবরাহ করা হচ্ছে তার সঠিক বণ্টন নিশ্চিত করা, সঠিক তথ্য দেয়ার মাধ্যমে নাগরিকদের সচেতন করা এবং সমস্যার প্রকৃত চিত্র বুঝতে সহায়তা করা- এর কোনোটাই স’রকার করতে পারেনি বা করার সদিচ্ছা ছিল না।
মি’ডিয়ার ও’পর স’রকার নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে এতে বলা হয়- প্রথাগত মিডিয়ার ও’পর দীর্ঘদিন ধরেই স’রকারি নিয়ন্ত্রণ কায়েম রয়েছে, যা আরো বেশি বৃ’দ্ধি পেয়েছে বর্তমান পরিস্থিতিতে।