ডি’জে পার্টি নি’ষিদ্ধ করলেন এসপি, বললেন ‘এগুলো ইহুদি-নাসারাদের কাজ’।বিয়ে, মু’সলমানি কিং’বা জন্ম’দিনসহ নানা ধরণের পারিবারিক আ’য়োজন এমনকী’ অন্যান্য অনুষ্ঠানের মধ্যেও গভীর রাত কখনো শেষ রাত পর্যন্ত উচ্চ শব্দে গান বাজানো হয় বিভিন্ন পাড়া মহল্লাতে।তবে, এবার আর সেসব চলবে না।
স্প’ষ্ট ক’রেই এর উপর নি’ষেধাজ্ঞা জারি করেছেন নারায়ণগঞ্জ জে’লা পু’লিশ সুপার জায়েদুল আলম।ডিজে পার্টি নি’ষিদ্ধ করলেন এসপি, বললেন ‘এ’গুলো ইহুদি-নাসারাদের কাজ’রোববার (১৫ মা’র্চ) ফ’তুল্লা মডেল থানার ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অ’তিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই নি’ষেধাজ্ঞা জারি করেন।
এ’কইসঙ্গে সা’ধারণ মানু’ষকেও এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মধ্যরাতে উচ্চস্বরে গান বা’জালে পু’লিশকে খবর জানানোর জন্য আ’হ্বান জানান জে’লা পু’লিশের ঊর্ধ্বতন এই কর্মক’র্তা।
ডি’জে পা’র্টি ইহু’দি-নাসারাদের কাজ মন্তব্য করে পু’লিশ সুপার বলেন, কোনো এলাকায় বিয়ের অনু’ষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে গান-বাজনা ক’রলে আমাদের জানাবেন। পু’লিশ সাউন্ড বক্সসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে আসবে।
না’রায়ণগঞ্জের কোথা’ও ডিজে পার্টি হতে পারবে না।তিনি আরও বলেন, প্রতিবেশীদের ক’ষ্ট দিয়ে নিজেরা আনন্দ করবেন, তা হবে না। ডিজে পার্টি কোনো ধ’র্মে নেই।
এগুলো ইহু’দি-না’সারাদের কাজ। যে কাজ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় সেসব থেকে বিরত থাকতে হবে।
এজন্য স’চেতনতা জ’রুরী।ফতুল্লা মডেল থানা পু’লিশের ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ’তিরিক্ত পু’লিশ সুপার মেহেদী ইম’রান সিদ্দিকী’, পু’লিশ পরিদর্শক (ত’দন্ত) শাহাদাত হোসেন, বিকেএমইএ’র প্রথম সহসভাপতি মো. হাতেম, বিকেএমইএর সহ-সভাপতি সারোয়ার আলম সোহেল প্রমূখ।