চ’ট্টগ্রামের বাঁশখালী উপজেলা তারাবি নামাজ পড়িয়ে আর বাড়ি ফেরা হলোনা কোরআন হাফেজ মোহাম্মদ খালেদের (২৫)। নামাজ শেষ করে বাড়ি ফেরার পথেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এ যুবক।মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে এ ঘটনা ঘটে।
বি’ষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।ওসি আবদুল করিম জানান, রাতে তারাবি নামাজ পড়িয়ে বাড়ি ফেরার সময় হাফেজ খালেদ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
রা’তে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।