আওয়ামীলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় বন্যা কবলিত ৩শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
২৩ জুন (বৃহস্পতিবার) তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক ভূইয়া মোতাহারের নেত্রীত্বে ৪নং জাওয়ার ইউনিয়ন, ৩নং ধলা ইউনিয়ন ও ৫নং দামিহা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৩শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, তাড়াইল উপজেলা আওয়ামী লীগ নেতা তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ শহীদ, তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আহমেদ উদ্দিন হৃদয়, তালজাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন জুয়েল সহ তাড়াইল উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ ও ইউনিয়নের নেত্রীবৃন্দ।
তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক মোতাহার বলেন, আমরা পূর্ব ঘোষনা অনুযায়ী আওয়ামীলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল করার কথা ছিল। পরে নেত্রীবৃন্দের সাথে আলোচনা করে বন্যা কবলিত ৩শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি।