তাড়াইলে করোনা সন্দেহে ব্যক্তির দাফন সম্পন্ন
নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় করোনা সন্দেহে হাফিজ উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের বাসিন্দা ছিলেন।
সোমবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের দাফন কাফন জানাজার জন্য গঠিত উপজেলা স্বেচ্ছাসেবী টিম এর মাধ্যমে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ বলেন, মারা যাওয়া ব্যক্তি কয়েক দিন যাবত শ্বাসকষ্ট ও অন্যন্য রুগে ভোগছিলেন। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
তাড়াইল স্বাস্থ্য বিভাগের ডাক্তারসহ গঠিত উপজেলা টিমের মাধ্যমে করোনায় আক্রান্ত ব্যক্তির যেভাবে দাফন কাফন হয় সেভাবেই তাকেও দাফন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ফারুক আহাম্মদ জানিয়েছেন, ইসলামি বিধি মোতাবেক আমাদের তাড়াইল উপজেলা দাফন কাফন জানাজার জন্য গঠিত স্বেচ্ছাসেবী টিমের সদস্যদের মাধ্যমে জানাজার নামাজশেষে ওই ব্যক্তির লাশ দাফন করা হয়েছে।