কিশোরগঞ্জের তাড়াইলে ডাক্তার দম্পতির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তাড়াইল উপজেলা সচেতন নাগরিক সমাজ। উপজেলা পরিষদ গেইটের সামনে উপস্থিত অগণিত মানুষ এই মানববন্ধনে অংগ্রহণ করে।
শনিবার (২৩ জুলাই) তাড়াইল উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তাড়াইলের মানবিক ও জননন্দিত ডাঃ মমিনুল হক মমিন ও তার সহধর্মিনী জনপ্রিয় ডাঃ আফসানা হোসেন শাওন এর প্রতি ভালোবাসায় সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন, তাড়াইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, আল-আমিন রুবেল,মারুফ আকিক, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা ডাঃ মমিনুল হক মমিন ও তার সহধর্মিণী ডাঃ আফসানা হোসেন শাওন দম্পতির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
জানা যায়, ১৫ জুলাই মোছাঃ লাকি আক্তার (২২) স্বামী মোতাহার বাদী হয়ে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ডাক্তার দম্পতি জামিন পান। ডাক্তার দম্পতির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা করায় ফুঁসে ওঠে এলাকার সাধারণ জনগণ। এরই প্রতিবাদে শনিবার শত শত সাধারণ মানুষের উপস্থিতিতে ডাক্তার দম্পতির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।