ক’রোনা ভাই’রাসের ও’ষুধ রেমডিসিভির আগামী দুই তিন দিনের মধ্যে হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।
আ’জ শনিবার (১৬ মে) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ক’রোনা চিকিৎসার উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ বলেন ।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক’রোনায় মোট আ’ক্রান্তের ৮৫ ভাগই ঢাকা ও এর পাশের দুই জে’লার। এ অবস্থায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে ক’রোনা চিকিৎসায় যুক্ত হওয়াটা ইতিবাচক।
এ’খানে কোভিড রো’গীদের চিকিৎসার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে।এ সময় চিকিৎসকদের কাছে ক’রোনার উপসর্গ না লুকানোর আহ্বান জানান মন্ত্রী।