বিশ্ব’বিদ্যালয় ম’ঞ্জুরি কমিশন (ইউজিসি), পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে অসচ্ছল শি’ক্ষার্থীদের ডিভাইস কিনে দেওয়ার পরিকল্পনা করছে ।
যাদের ডিভাইস কেনার আর্থিক স্বচ্ছলতা নেই, শুধুমাত্র সেইসব শি’ক্ষার্থীর নির্ভুল তালিকা ২৫ আগস্টের মধ্যে দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করেছে ইউজিসি।বিষয়টি নিয়ে ইউজিসি, ৪৫টি পাবলিক বি’শ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে।
গত ১৭ মার্চ থেকে মহামারি ক’রোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ব’ন্ধ। এ কারণে অনলাইনে ক্লাস শু’রু করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু অনেক শিক্ষার্থীর ডিভাইস কেনার সামর্থ না থাকায় এই ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এছাড়া ইউজিসি, আরেকটি চিঠিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চা’করিবিধির যথাযথ প্রয়োগ ও গবে’ষণা খাতে ব’রাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ করতে বলেছে।
চাকরিবিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক, ক’র্মকর্তা বা কর্মচারী যথাযথ প্রতিষ্ঠানের বিনা অ’নুমতিতে অন্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা কোনো ধরনের লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন না।
কিন্তু ই’উজিসির কাছে তথ্য রয়েছে যে, কোনো কোনো পাব’লিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কেউ কেউ তা অমান্য করে একদিকে যেমন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন।
যা চাকরি বি’ধিমালার সু’স্পষ্ট লঙ্ঘন।এদিকে গবেষণা কার্যক্রমে ব্যয় করার নিয়ম থাকলেও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে তা হয়নি। সেক্ষেত্রে গবেষণা খাতে বরাদ্দ করা অর্থ শুধুমাত্র ওই গবেষণা প্রকল্পের খরচ করার নিশ্চয়তা বিধানের জন্য অনুরোধ করেছে ইউজিসি।