ঠা’কুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুই বোনকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার(১৩মে) আটক পাঁচ যুবকসহ মোট ছয় যুবকের নাম উল্লেখ্য করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। মঙ্গলবার(১২মে) দিবাগত রাতে ঐ দুই তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ যুবকদের আটক করে পুলিশ।
ঘ’টনাটির তদন্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (তদন্ত) খায়রুল আনাম ডন মামলার বরাত দিয়ে জানান, গত ১১ মে সোমবার দুপুর অনুমান তিনটায় কৌশলে মামলার বাদী তরুণী ও তার আপন ছোট বোনকে পৌর শহরের সিডিএ অফিসের পাশে এক বাড়ীতে নিয়ে হাত পা বেধে দলবেধে পালাক্রমে ধর্ষণ করে উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে জহিরুল ইসলাম (২৮),মহলবাড়ী গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে রুবেল (২৬), জতিষ চন্দ্র রায়ের ছেলে শ্রী উপেন দেব (২৮), মোহাম্মদ আলীর ছেলে মোঃ ফয়জুল আকতার ফজলু (৩৫), সন্ধারই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিলন (২০) ও পীরগঞ্জ উপজেলার মৃত বাবুলের ছেলে আশরাফুল(২৩)।
ধ’ষর্ণের পরে ঐ রাতে দুই বোনকে মহলবাড়ী গ্রাম এলাকার জাকের পার্টি অফিসের পাশে ফেলে রেখে সটকে পড়ে ঐ যুবকরা।তিনি আরও বলেন, ছয় আসামীর মধ্যে পাঁচজনকে আটক করে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে।