কি’ছুটা দি’ক পরিবর্তন করেছে সুপার সাইক্লোন ‘আম্ফান’। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড়টি কিছুটা দিক পরিবর্তন পরিবর্তন করলেও এর আ’ঘাত বাংলাদেশের খুলনাসহ ভারতের পশ্চিমবঙ্গে একই সঙ্গে পড়তে পারে।
বু’ধবার সকাল থেকে ৭ নম্বর বি’পদ সংকেতের পরিবর্তে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবি’পদ সংকেত দেখিয়ে যেতে হবে।
এ’ই দুটি বন্দরের আশপাশের অঞ্চলও ১০ নম্বর মহাবি’পদ সংকেতের আওতায় থাকবে।
এ’র আগে গতকাল সোমবার থেকে আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানা যায়, সুপার সাইক্লোন আম্ফান ২০ মে বিকেল বা সন্ধ্যার মধ্যে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে।