দু’ই ছে’লে উচ্চ পদস্থ কর্মকর্তা, অ’সুস্থ বাবার যায়গা হলো বৃ’দ্ধাশ্রমে (ভিডিওসহ)।
ঝি’নাইদহে স্টো’ক করে প্যারালাইজড হওয়া আশরাফুল জামান (৬০) ব্যক্তিকে রাস্তায় ফে’লে যায় তার ২ স’ন্তান।
সে’খান থে’কে উ’দ্ধার করে হাসপাতালে ভর্তি করে সদর থানা পুলিশ।
স্থা’নীয় হা’সপাতালে দেড়মাস চিকিৎসা দেয়া হয়।
কি’ন্তু প’রিবারের কে’উ নিতে রাজি হয়নি।
অ’তঃপর ৬ মে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের মাধ্যমে ওই ব্যক্তিকে গ্রহন করে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার বৃ’দ্ধাশ্রম।
ভি’ডিও…এ বি’ষয়ে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার বার্তা বাজারকে জানান, আশরাফুল জামানের দুই স’ন্তান উচ্চ শিক্ষিত ও উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে রয়েছে সুনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেন।
তা’র স্ত্রী ঢা’কার সাভারের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
গ’ত দে’ড় মাস পুর্বে ২ বছর ধরে অ’সুস্থ, স্টোক করে প্যারালাইজড হয়ে যাওয়া ছেলেরা তার পিতা আশরাফুল জামানকে রাস্তা ফে’লে যায়।
তা’রপর স’দর থানা পুলিশ উ’দ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
০৫ মে ঝি’নাইদহ স’দর থানার ওসি মিজানুর রহমানের মাধ্যমে খবর পেয়ে আমরা ৬ মে আশরাফুল জামানকে গ্রহণ করি।