বিবাহে দেনমোহর হিসেবে মেয়েরা নগদ অর্থ চান নাকি উপঢৌকন (তোহফা। সম্প্রতি এই নিয়ে একটি জরিপ করেছে পাকিস্তানের ‘গিলানি রিসার্চ ফাউন্ডেশন। সমীক্ষায় আকর্ষণীয় একটি ফলাফল দাঁড়িয়েছে। পাকিস্তানের ৭৩ শতাংশ নারী দেনমোহর হিসেবে নগদ অর্থ নেওয়ার পক্ষে ভোট দিয়েছে। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডেইলি পাকিস্তান সোমবার (২৫ নভেম্বর) এই সমীক্ষায় প্রকাশ করেছে।
জরিপের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের চারটি প্রদেশে বসবাসকারী মহিলা ও পুরুষদের বিয়ের অনুষ্ঠানের সময় তাদের নগদ অর্থ নাকি উপহার দেওয়া উচিত জিজ্ঞাসা করা হয়েছিল। এমন প্রশ্নের উত্তরে ৭৩ শতাংশ নারী মত দিয়েছে বিয়েতে নগদ অর্থ চায় তাদের। ২৪ শতাংশ মেয়ে উত্তর দিয়েছে উপহার বা উপঢৌনের পক্ষে। আর মাত্র তিন শতাংশ মেয়ে কোনও উত্তর দেয়নি।
ডেইলি পাকিস্তান অনলাইন থেকে ইসমাঈল আযহারের অনুবাদ