গুঞ্জনটা শো’না যাচ্ছিলো দীর্ঘদিন ধরেই। অবশেষে সত্যি সত্যিই অবসরের ঘোষণা দিয়ে ফেললেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। গেল বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যা’বার পর থেকেই একেবারে পর্দার আড়ালে চলে যান ভারতীয় কিংবদন্তি।
অনেকেই এরমধ্যে তার অবসর নিয়ে নানা কথা বলেছেন। তার সাবেক সতীর্থরাও বেশ কয়েকবার ব’লেছেন, ভারতের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ধোনি।
তবে এ বিষয়ে এতদিন মুখ খোলেননি তিনি। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নি’জের অবসরের কথা জানিয়ে দেন এই কিংবদন্তি।ধোনির অবসরের ঘোষণার পর সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী সাক্ষী ধোনি।সা’ক্ষী লেখেন, ‘তুমি যা অর্জন করেছ তা নিয়ে তোমার গর্ব করা উচিত।
ক্রিকেটে তোমার সেরাটা দেওয়ার জন্য অভিনন্দন। তোমার কৃতিত্ব ও ব্যক্তিত্বে আমি গর্বিত! আমি নি’শ্চিত আবেগকে বিদায় জানাতে গিয়ে তুমি চো’খের জল ধরে রেখেছিলে৷ তোমার স্বাস্থ্য, সুখ এবং দুর্দান্ত আগামীর জন্য শুভেচ্ছা রইল!’
ভারতের সর্বকালের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। ভারতীয়দের হয়ে বিশ্বকাপসহ তিনটি মেগা টুর্নামেন্টজয়ী একমাত্র অধিনায়ক ‘ক্যাপ্টেন কুল’। কেব’ল তাই নয়, অসংখ্য ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ার স্বী’
কৃতিস্বরূপ খ্যাতি পেয়েছেন মিস্টার ফিনিশার হিসেবে।
২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ধোনির। গেল বিশ্বকাপে সবশেষ ম্যাচ খে’লেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।ভারতের হয়ে ৩৫০টি ওয়ানডে খেলেছেন ধোনি। ৫০ এরও বেশি গড়ে সংগ্রহ করেছেন ১০,৭৭৩ রান।
৯০ টেস্টে তার সংগ্রহ ৪৮৭৬ রান।টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আচমকাই। ওয়ানডে থেকেও হুট করেই বিদায় বলে দিলেন। আন্তর্জাতিক ক্রি’কেটে এসেছিলেন শুন্য হাতে। পুরো ক্যারিয়ারটাকে রাঙিয়েছেন।
ভারতীয় ক্রিকেটে বর্ণাঢ্য একটা অধ্যায় লিখে আ’বার একেবারে অনাড়ম্বরভাবে বিদায় নিলেন ভারতীয় কিংবদন্তি।কেবল ভারতের হয়েই নয়, রোহিত শর্মার পর আইপিএলেরও সবচেয়ে বেশিবার ট্রফি জিতেছেন ধোনি।
আরো এ’কবার সেই আইপিএলে খেলতে যাওয়ার আগেই অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।