সা’ধারণ ছু’টির মেয়াদ না বাড়লেও ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমন তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ক’রোনাভা’ইরাসে মোকাবেলায় সাধারণ ছুটির মেয়াদ আর বাড়ছে না।
৩১ মে থে’কে সা’ধারণ ছুটি আর বাড়ানো হবে না। তবে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।-খবর বিবিসি বাংলারবৈশ্বিক ম’হামা’রীর সং’ক্র’মণ ঠে’কাতে বাংলাদেশে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। সাত দফা বাড়িয়ে এই ছুটি শেষ হচ্ছে ৩০ মে।
সা’ধারণ ছু’টির স’ময় গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও সব ধরণের অফিস আ’দালত বন্ধ রয়েছে।২১ মে শবে কদর, ২২, ২৩, ২৯ ও ৩০ মের সাপ্তাহিক ছুটি এবং ২৪, ২৫ ও ২৬ মে ঈদুল ফিতরের স’রকারি ছুটিও এর অন্তর্ভুক্ত করা হয়।দেশে ক’রোনাভা’ইরাসেের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে স’রকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস-আ’দালত বন্ধ ঘোষণা করে।
পা’শাপাশি স’বাইকে যা’র যার বাড়িতে থাকার নির্দেশ দেয়া হলে বিশ্বের আরও অনেক দেশের মতো বাংলাদেশের ১৭ কোটি মানুষও ঘরব’ন্দি দশার মধ্যে পড়ে।এরপর সেই ছুটির মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়। তবে এর মধ্যে কিছু বিধিনিষেধ তুলে দেয়া হয়।
তা’তে ল’কডাউন এবং ঘরের বাইরে শা’রীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার নিয়ম অনেকটাই কার্যকারিতা হারায়।
দে’শের স’ব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ মার্চ থেকেই বন্ধ রাখা হয়েছে। ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে ক’রোনাভা’ইরাসে ম’হামা’রীর কারণে।