ষষ্ঠ শ্রে’ণির এ’ক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে ধ’র্ষণের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ‘সাধু বাবা’ নামে পরিচিত হবিবার ফকিরের (৬০) বি’রুদ্ধে।
এ ঘ’টনায় সোমবার রাতে ওই স্কু’লছাত্রীর বাবা বা’দী হয়ে আলমডাঙ্গা থানায় একটি ধ’র্ষণ মা’মলা করেন। উপজে’লার ডা’উকি গ্রামে এ ঘটনা ঘটেছে। ধ’র্ষণের ঘটনায় সহযোগিতা করার অ’পরাধে হাজেরা খাতুন নামের এক নারীকে আ’টক করেছে পুলিশ।
ধ’র্ষণের ঘ’টনায় আ’লমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, এ ঘটনায় থানায় মা’মলা হয়েছে। ধ’র্ষণের অভিযোগের ভিত্তিতে হাজেরা খাতুন নামের এক নারীকে জি’জ্ঞাসাবাদের জন্য আ’টক করা হয়েছে। ঘটনার ত’দন্ত করা হচ্ছে।
মে’ডিকেল প’রীক্ষার জন্য স্কুলছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।কয়েকদিন আগে ছকিনা খাতুন নামের ওই না’রী স’ন্ধ্যারাতে ওই স্কুলছাত্রীকে ডাকতে আসেন। এ সময় তাদের পিছু নিলে কিছুক্ষণ পর অ’নৈতিক কর্মকাণ্ডের ঘটনা হাতেনাতে ধরে ফে’লেন।
ঘ’টনাটি স্থা’নীয়ভাবে আ’পস-মীমাংসের চেষ্টা চালান ফকির হবিবার।ধ’র্ষণের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই স্কুলছাত্রীর উপস্থিতিতে তার বাবা বা’দী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অ’ভিযোগের ভি’ত্তিতে ধ’র্ষকের সহযোগী হাজেরা খাতুনকে আ’টক করা হয়েছে। এ সময় ফকির হবিবার ও তার সহযোগী ছকিনা খাতুন প’লাতক আছেন। বিডি-জার্নাল