নামাজ ইসলামের প্রধান ইবাদত।
খুশুখুজুর (একাগ্রচিত্তে) সঙ্গে নামাজ আদায়ের মাধ্যমে দুনিয়ার সুখ-শান্তি ও মৃ’ত্যু পরবর্তী জীবনের সফলতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন মহান আল্লাহ তায়ালা।
দিনের প্রথম কাজ নামাজের মাধ্যমেই শুরু করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ প্রতিভাবান ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।
আজ মঙ্গলবার নিজের ফেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আহবান জানান। তিনি লিখেন, ‘আসসালামু আলাইকুম,
الصلاة خير من النوم
আস সালাতু খইরুম মিনান নাউম-
-দিনের প্রথম ভাল কাজ নামাজ দিয়ে শুরু হউক’লেখাটি পোস্ট করার পরই ফেসবুক ব্যবহারকারীরা তাকে সুন্দর এই আহ্বানের জন্য ধন্যবাদ জানাতে থাকেন।
জনি খান নামের একজন লিখেছেন, লেখাটি পড়ে প্রশান্তি অনুভব করছি, আল্লাহ তায়ালা আমাদের আ’মৃত্যু দ্বীনের পথে অবিচল রাখুন।
আজহারুল ইসলাম মিঠুন মন্তব্য করেছেন, খুবই ভাল লাগল ভাইয়া।
তোমাদের মতো আইকনরা যদি এভাবে ভালো কাজ নিজে করে এবং অন্যদের উৎসাহিত করে, তবে এ সমাজে নিশ্চয় শান্তি ফিরে আসবে।