না’রায়ণগঞ্জে বকে’য়া বেতন বোনাসের দাবিতে বি’ক্ষো’ভ ও স’রকারি কর্ম’কর্তাদের ব্যক্তিগত
গাড়ি ভাং’’চুর করেছে একটি র’প্তানিমুখী পোশাক কারখানার শ্র’মিকরা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে সদর
উপজে’লার ফতুল্লা থানার কায়েমপুর এলাকায় ফকির নী’টওয়্যার লিমিটেডের স’হস্রাধিক
শ্র’মিক দুই ঘন্টাব্যাপী এই বি’ক্ষো’ভ করে।বিক্ষু’ব্ধ শ্র’মিকরা কায়েমপুর-হাজীগঞ্জ সড়ক অ’বরোধ করে
ইট পাটকেল নি’ক্ষেপ করে গা’র্মেন্টস কারখানা ভবন ভাং’চুর করে।এসময় কারখানাটিতে কয়েকজন
শ্র’মিক ক’রোনা আ’ক্রান্ত হওয়ার খবর পেয়ে জে’লা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও জে’লা ক’রোনা ফোকাল কর্ম’কর্তা
ডা. জাহিদুল ইসলাম সেখানে পরিদর্শনে গেলে তাদের গাড়িও ভাং’চুর করে শ্র’মিকরা। এসময় পাঁচজন শ্র’মিক আ’হত হয়েছেন বলে জানা গেছে।এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিভিল সার্জন
ডা. মোহাম্মদ ইমতিয়াজ সময় নিউজকে বলেন, ফকির নীট ওয়্যারের বেশ কয়েকজন শ্র’মিক ক’রোনা ভাইসারে আ’ক্রান্ত এবং তাদের নমুনা পরীক্ষার রি’পোর্ট প’জিটিভ এসেছে বলে আমরা খবর পাই। এ কারণে আমি জে’লা ক’রোনা
ফোকাল কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামকে নিয়ে সেখানে যাই।তবে ওই সময় কারখানাটির শ্র’মিকরা বেতন বোনাসের দাবিতে আন্দোলন করছিল এটা আমাদের জানা ছিল না।
আগে থেকে জানা থাকলে আমরা তখন যেতাম না।তিনি আরো বলেন, আমরা সেখানে যাওয়ামাত্র শ্র’মিকরা আমাদের দুইটি গাড়ি ভাং’চুর করে।
আমরা এক প্রকার অ’বরুদ্ধ হয়ে পড়ি। পরে পুলিশের সহায়তায় নিরাপদে নিজ নিজ অফিসে ফিরে আসি…..