সি’নেমায় নাচ-গান থাকে। নায়ক-নায়িকার অন্তরঙ্গ দৃশ্য থাকে। কিন্তু এসব করতে গিয়ে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়।
তাই শু’টিং শু’রুর আগে নায়ক-নায়িকার অবশ্যই করোনা টেস্ট করিয়ে নিতে হবে। তবেই প্রযোজক-পরিচালকেরা শুরু করতে পারবেন নতুন সিনেমার শুটিং—এমনটাই জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম।
দে’শ থে’কে এখন লকডাউন পরিস্থিতি উঠে গেছে। অনেক কিছু লকডাউন পরিস্থিতির আগের রূপে ফিরছে। কিছু প্রযোজক-পরিচালক নতুন ছবির পাশাপাশি অর্ধসমাপ্ত ছবির শুটিং করতে চাইছেন।
তাই বি’ষয়টির গু’রুত্ব বিবেচনা করে চলচ্চিত্রের প্রধান দুই সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক স’মিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি একটি সভার আয়োজন করে।নায়ক-নায়িকার অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করতে গিয়ে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়।
না’য়ক-না’য়িকার অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করতে গিয়ে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়। ছবি: সংগৃহীত
সবার করোনা টেস্ট করে ফলাফল জেনেই শুটিং করতে হবে। এর বাইরেও স্বাস্থ্যবিধিতে যা বলা আছে, সেসব অবশ্যই মানতেই হবে।
ছবির শুবটিং আ’রও কয়েক দিন পর শুরুর সিদ্ধান্ত নিতে পারতেন কি? এমন প্রশ্নে খোরশেদ আলম বলেন, ‘আমরা তো আসলে বলতে পারছি না কবে করোনা বিদায় নেবে?
কবে এই ভাই’রাস থে’কে মুক্ত হব? তাহলেই হয়তো আমরা অপেক্ষা করতাম এক মাস কিংবা দুই মাস। কিন্তু কেউই তো কিছু বলতে পারছি না।
গতকালের স’ভায় অন্য’দের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাস’চিব বদিউল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলমসহ বেশ কয়েকজন নেতা।