আন্তর্জাতিক নার্সেস দিবস_২০২২ উপলক্ষে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে সকাল ১০ ঘটিকায় একটি শোভাযাত্রা হাসপাতাল আঙিনা এবং নিকলী বেড়িবাঁধ মোড় প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন নার্সিং সুপারভাইজার চারুবালা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে হাসপাতালের আরএমও ডা. সোহাগ মিয়া, জেলা পাবলিক হেলথ নার্স নাজমুন্নাহার, নার্সিং ইনচার্জ মোছা. হ্যাপি আক্তার, সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ, নার্সিং কর্মকর্তা বৃন্দ, মিডওয়াইফগন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, এমটি (ইপিআই), সেনিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি সহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে প্রধান অতিথি এবং অন্যান্য বক্তাগণ নার্সিং পেশাকে আরো যুগোপযোগী, মানসম্মত ও রোগী বান্ধব করার প্রয়াস ব্যক্ত করেন। পরবর্তীতে গান এবং কবিতা আবৃত্তির মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠান শেষে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের কে উন্নত মানের দুপুরের খাবার প্যাকেট পরিবেশন করা হয়। প্রতিবছর আধুনিক নার্সিং সেবার অগ্রদূত “দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প” নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিংগেল এর জন্মদিন ১২ মে তে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়।