নি’জের তৈরি ক’রোনাভা’ইরাসেের ও’ষুধ খেয়ে পরীক্ষা করতে গিয়ে প্রা’ণ হারালেন ভেষজ পণ্য প্রস্তুতকারক সংস্থার জেনারেল ম্যানেজার। মৃ’ত সিভানেসন (৪৭) একজন ফার্মাসিস্ট ছিলেন।ভারতের চেন্নাইয়ে ম’র্মান্তিক ঘটনাটি ঘটেছে।
মৃ’ত ব্য’ক্তি সুজাতা বায়োটেক নামে একটি সংস্থার জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।জানা গেছে, দীর্ঘ কয়েক দশক ধরে সুজাতা বায়োটেক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সিভানেসন।
ও’ই সংস্থার উত্তরাখণ্ডে একটি ও’ষুধ তৈরির কারখানা আছে। সেখানে তিনি ২০ বছর কাজ করেছেন।পরে চেন্নাই ফিরে এসে ওই সংস্থায় যোগ দেন। গত বৃহস্পতিবার সংস্থার মালিকের বাড়িতে নিজের তৈরি ক’রোনার ও’ষুধ খেয়ে প্রথমে অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অ’বস্থার চূ’ড়ান্ত অবনতি হওয়ায় সেখান থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার পথে মৃ’ত্যু হয় এই তরুণ ফার্মাসিস্টের।