করিমগঞ্জ উপজেলার ৫ নং নিয়ামতপুর ইউনিয়ন। নিয়ামতপুর, বাহিরচর ,মুড়ি কান্দি, দিয়াপুর ,রৌহা ,বয়ড়া, মনসন্তুষ, উত্তর মনসন্তুষ দিগর কল্লা, টেকপাড়া, চারিতলা, ভুসার কান্দা আঙ্গর কান্দা এই ১৩টি গ্রাম নিয়ে নিয়ামতপুর ইউনিয়ন। নরসুন্দা নদীর তীরে অবস্থিত হাওরের প্রবেশদ্বার এবং একটি স্কুল এন্ড কলেজ ও একটি কলেজসহ প্রাচীন একটি বাজার এই ইউনিয়নে অবস্থিত।প্রাচীনকাল থেকেই ঐতিহ্য বহন করে আসছে এই ইউনিয়নের মনসন্তুষ গ্রামের জমিদার বাড়ি এবং পুরাতন এই বাজারটি আশেপাশের ইউনিয়নের জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই নিয়ামতপুর ইউনিয়ন। বিগত দিনে যারা এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন।
নিয়ামতপুর ইউনিয়নের জনসাধারণের কাছে অত্যন্ত প্রিয় মুখ হিসেবে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক সেনা আজিজুল হক কামাল। বর্তমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের করিমগঞ্জ উপজেলা নেতৃত্ব দিয়ে আসা আজিজুল হক কামাল এখন মাঠ গোছাতে ব্যস্ত। বর্তমান চেয়ারম্যান সকলের কাছ থেকে হাত গুটিয়ে নিলেও জনসাধারণের পাশে থেকে কাজ করে যাচ্ছে আজিজুল হক কামাল।
এই করোনার মহামারীতেও জনগণ সব সময় পাশে পেয়েছেন আজিজুল হক কামালকে। সুনামের সঙ্গে দীর্ঘদিন সেনাবাহিনীতেও কাজ করেছেন আজিজুল হক কামাল। অবসর জীবনেও মানুষের পাশে থেকে সুনামের সহিত কাজ করে যেতে চায় তিনি। তাই নিয়ামতপুর ইউনিয়নবাসী মনে করেন আজিজুল হক কামাল যদি চেয়ারম্যান হয়ে আসতে পারেন তাহলে ইউনিয়নের এবং ইউনিয়নের মানুষের কল্যাণে সুন্দর সুস্থ ভূমিকা পালন করবে।