ক’রোনাভা’ইরাসে মো’কাবিলায় এগিয়ে এসেছেন ক্রিকেটাররা। অ’সহায়দের পাশে দাঁড়াতে কিছুদিন আগেই ইংল্যান্ড বিশ্বকাপ মাতানো ব্যাটটি নিলামে তুলেছিলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।নিলামে তার ব্যাটটি বিক্রি হয়েছিল ২০ লাখ টাকায়। সেই অর্থ পুরোটায় ব্যয় হয় অ’সহায়দের মাঝে।
এ’বার দেশকে প্রথম সেঞ্চু’রি এনে দেয়া ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলেছেন মুশফিকুর রহিম। নিলাম শেষ হতে এখনো দুই দিন বাকি। এরই মধ্যে মুশফিকের ব্যাটের দাম উঠেছে ৪০ লাখ টাকা।এভাবে চলতে থাকলে ঐতিহাসিক ব্যাটটির দাম অর্ধকোটি পেরিয়ে যেতে পারে।
২০১৩ সা’লে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চু’রি করেছিলেন মুশফিক। ঐতিহাসিক এই ব্যাটটি নিলামে তুলেছেন তিনি।নিলামে ব্যাটের ভিত্তি মূল্য ছিল ৬ লাখ টাকা। নিলামের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৫২ বার মুশফিকের ব্যাটের দাম হাঁকা হয়েছে। মুশফিকের ভেরিফায়েড পেইজ থেকেও এই ব্যাটের সর্বশেষ নিলামের অবস্থা দেখতে পারছেন ভক্তরা।