রো’ববার (৭ জুন) স’কালে গানটি নোবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রকাশের ৯ ঘণ্টায় ৪ লা’খের বেশি মানুষ দেখেছে। এখানে লাইক পড়েছে ১৮ হাজার ও ডিসলাইক পড়েছে ৯৪ হাজারেও বেশি।
ঝ’ড়ের বেগে গানটির ডিসলাইক সংখ্যা বেড়েই চলছে।এর আ’গে গানটির প্রচারণার জন্য বাংলাদেশসহ ভারতেও নিজেকে বিতর্কের মুখে ফেলেন নোবেল।
দে’শের লি’জেন্ড শিল্পীদের অপমান করতেও দ্বিধাবোধ করেননি এ গায়ক। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও বাজে মন্তব্য করেছিলেন।
সেই কা’রণে ভা’রতে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। দেশে র্যা’বের ডা’কে সাড়া দিয়ে ক্ষমা চাইতে হয়েছে তাকে। এতো কিছুর পরও সেই গান শুনে হতাশ হয়েছেন দর্শক। তাই গানটির জন্য নোবেল পাচ্ছেন ডিসলাইক ও ‘বাজে’ মন্তব্য।
নো’বেলের ‘তামাশা’ গা’নের মডেল হয়েছেন তারই স্ত্রী মেহরুবা সালসাবিল।
গা’নের ক’থা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন নাজমুল হাসান।