ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর হাতিয়ায় নদী থেকে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
গত ২৯ জুন রাতে হাতিয়া জাহাজমারা আমতলী ঘাটের হাসান মাঝির ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে মোঃ রাসেল উদ্দিন বেচু (২৫) নামে এক জেলে নৌকা ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, গত সোমবার রাত ১১টার দিকে আমতলী বাজারের ব্যবসায়ী গোলাম মাওলার ছেলে নিহত রাসেল ও তার সহযোগী একই বাজারের কাঁকড়া ব্যবসায়ী জাবের ব্যাপারীর ছেলে মোঃ সোহাগ (১৫) ট্রলার নিয়ে প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে গেলে সেখানেই ট্রলারটি ডুবে যায়। পরে তার লাশ ভাসতে দেখে সকালে স্থানীয় জেলেরা রাসেলের মৃত দেহটি উদ্ধার করে।
এদিকে তার সহযোগী সোহাগ এখনও নিখোঁজ রয়েছে বলে
জানা যায়। তারা দু’জনেই জাহাজমারা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান,৩০ জুন ভোর ৪টার সময় জাহাজমারা আমতলী ঘাটের হাসান মাঝির ট্রলারযোগে নিঝুম দীপের ১২ কি:মিঃ দক্ষিণ-পশ্চিমে জেলেরা মাছ ধরতে যায়।এ সময় জোয়ারের পানির তোড়ে ট্রলারটি ডুবে যায়।এতে ১জন নিহত ও ১জন আহতের খবর পাওয়া গেছে।