ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সেনবাগে ইটভাটার মাটি চাপা পড়ে মোঃ রমজান আলী মিয়া (২৫)নামের এক শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ মঙ্গলবার ভোরে সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মুক্তা ব্রিকফিল্ডে। নিহত রমজান আলীর বাড়ি নেত্রকোনা জেলার কমলকান্দা উপজেলার রংছাতা গ্রামে। সে ওই গ্রামের আজহার উদ্দিনের ছেলে। রমজান আলী ওই ইটভাটায় শ্রমিক হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। মঙ্গলবার সে ইট নির্মানের জন্য স্তুপ করা মাটি কাঁটার সময় হঠাৎ করে ওই স্তুপকৃত মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সকালে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা।